মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারে ২ মরদেহ
এই প্রাইভেটকার থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঢাকার মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেটকারের ভেতর থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ তালুকদার রাইজিংবিডিকে লাশ উদ্ধারের তথ্য জানান।
তিনি জানান, নিহতের মধ্যে একজন হলেন ওই প্রাইভেটকারের চালক জাকির হোসেন এবং তার চাচাতো ভাই মো. মিজান। তারা দুজনেই এসেছিলেন হাসপাতালে রোগী দেখতে। কীভাবে তাদের মৃত্যু হলো সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ঢাকা মেট্রো-৩৬৩৭৪৫ নম্বরের একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। একজনের মরদেহ চালকের পাশের আসনে এবং অন্যটি পেছনের আসনে পড়েছিল।
পুলিশ জানায়, মরদেহের মুখ ও মাথা থেঁতলানো অবস্থায় পাওয়া গেছে। যা থেকে ধারণা করা হচ্ছে, ধারালো বা ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে তাদের হত্যা করা হয়েছে। শরীরের বাকি অংশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ভবনের নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, গাড়িটি কখন এবং কে এখানে রেখে গেছেন, সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান পুলিশ, সিআইডি ও র্যাব সদস্যরা। তারা গাড়িটি ঘিরে ফেলে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা/এমআর/ইভা