ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ১৭ আগস্ট ২০২৫   আপডেট: ২২:৩৩, ১৭ আগস্ট ২০২৫
মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার

মো. নাসির উদ্দীন। ছবি সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রবিবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

তালেবুর রহমান, গুলশান এলাকা থেকে নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয় নেওয়া হবে।

জানা গেছে, গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি এই মামলাটি করেছিলেন। মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে, যেখানে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি হিসেবে রয়েছেন। এছাড়া, মামলায় আরো ১৫০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন।

রাজধানীর হাতিরঝিলের পাশে অবস্থিত বেসরকারি টেলিভিশন স্টেশন মাই টিভি ভি. এম. ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিকাধানী একটি প্রতিষ্ঠান। ২০১০ সাল থেকে এটি সম্প্রচার হয়ে আসছে।

ঢাকা/এমআর/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়