ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অসমাপ্ত আত্মজীবনী: সাবেক আইজিপিসহ ১২৩ জ‌ন দুদ‌কের নজরদা‌রি‌তে

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ১৭ আগস্ট ২০২৫   আপডেট: ২২:৪৩, ১৭ আগস্ট ২০২৫
অসমাপ্ত আত্মজীবনী: সাবেক আইজিপিসহ ১২৩ জ‌ন দুদ‌কের নজরদা‌রি‌তে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা নেওয়ার অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জ‌নের বিরু‌দ্ধে গো‌য়েন্দা নজরদারি চল‌ছে। দুর্নী‌তি দমন ক‌মিশনের গোয়েন্দা প্রতিবেদনের ভি‌ত্তি‌তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রবিবার (১৭ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, “অসমাপ্ত আত্মজীবনী নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি দুদকের নজরে এসেছে। এরই মধ্যে এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা কার্যক্রম চলছে। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

২০১২ সালে ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশের পর বইটি নিয়ে দেশে-বিদেশে ব্যাপক আলোচনা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছিলেন, বঙ্গবন্ধুর লেখা চারটি খাতা সম্পাদনা ও সংশোধনের মাধ্যমে বইটি প্রকাশ করা হয়েছে। তবে সম্প্রতি একটি গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, বাস্তবে বইটি রচনা করেছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বাধীন ১২৩ সদস্যের একটি বিশেষ দল। এর বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পান।

এই সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃ‌ষ্টি হ‌লে দুদক বিষয়টি আম‌লে নি‌য়ে তা‌দের বিরু‌দ্ধে গো‌য়েন্দা নজরদা‌রি শুরু ক‌রে।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়