ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিগারেট খেতে না করায় মালিবাগে সোহাগ কাউন্টারে ভাঙচুর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৮:৪১, ৪ সেপ্টেম্বর ২০২৫
সিগারেট খেতে না করায় মালিবাগে সোহাগ কাউন্টারে ভাঙচুর

সিগারেট খেতে না করায় হামলা চালানো হয় মালিবাগের সোহাগ পরিবহনের কাউন্টারে

ঢাকার মালিবাগে সিগারেট খেতে বারণ করায় সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় সোহাগ পরিবহনের মালিক আলী হাসান পলাশ তালুকদার ও তার ব্যক্তিগত গাড়ির চালক মাসুদ মামুন গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে হামলা চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলেও দুর্বৃত্তরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে দুই যুবক সিগারেট খাচ্ছিলেন। এ সময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের সেখান থেকে সরে গিয়ে ধূমপান করতে বললে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এই ঘটনার জেরে ওই দুই যুবক আরো প্রায় ৬০-৭০ জনকে ডেকে আনেন এবং সংঘবদ্ধ হয়ে কাউন্টারে হামলা চালায় এবং ভাঙচুর করে। কাউন্টারের স্টাফদের মারধর করে। 

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা আলী হাসান পলাশ তালুকদারের বাড়িতেও হামলা চালানোর চেষ্টা করে।

রমনা মডেল থানার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ জানান, ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে ধূমপান নিয়ে বিতর্কের জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। 

সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সভাপতির নেতৃত্বে হামলা হয়েছে বলে দাবি করেছেন। তবে পুলিশ তাৎক্ষণিক এ বিষয়ে কিছু জানায়নি।

ঢাকা/এমআর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়