দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৮৬৬
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৮৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৩২০ জন। এছাড়া অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে ১টি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চলমান থাকবে।
ঢাকা/মাকসুদ/সাইফ