ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:২৭, ৬ সেপ্টেম্বর ২০২৫
ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অননুমোদিত সিসা বার পরিচালনার অভিযোগে ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইন এই তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

তিনি জানান, অননুমোদিত সিসা বার পরিচালনার অভিযোগে রাজধানীর বারিধারা থেকে সেলিম প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার হোতা সেলিম প্রধান গ্রেপ্তার হয়েছিলেন। তখন সেলিম প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতে তার গুলশানের কার্যালয় ও বনানীর বাসায় অভিযান চালান র‌্যাব সদস্যরা।

অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ, ২৯ লাখ টাকা, ২৩টি দেশের মোট ৭৭ লাখ সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ১২টি পাসপোর্ট, দুটি হরিণের চামড়া, তিনটি ব্যাংকের ৩২টি চেক ও অনলাইন গেমিং পরিচালনার একটি বড় সার্ভার জব্দ করা হয়। পরে তিনি জামিনে বের হন।

ঢাকা/মাকসুদ/সাইফ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়