ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ হ্যাকড 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ২৪ সেপ্টেম্বর ২০২৫  
এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ হ্যাকড 

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান (ফাইল ফটো)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে। তার হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা বিকাশ করার অনুরোধ করছে হ্যাকাররা। ওই হোয়াটসঅ্যাপ নম্বরে কাউকে কোনো প্রকার লেনদেন না করতে অনুরোধ জানিয়েছে এনবিআর।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনো প্রকার লেনদেন কিংবা যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো।

এবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার পর ৩৫ হাজার টাকা ও ২৬ হাজার টাকা বিকাশ করার অনুরোধ করে মেসেজ পাঠানোর প্রমাণ মিলেছে। হ্যাকার এনবিআর চেয়ারম্যান সেজে কালকের মধ্যে ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে বিকাশে টাকা চেয়েছে। 

এনবিআর চেয়ারম্যানের নিজস্ব ফেসবুক আইডি থেকেও স্ট্যাটাস দিয়ে হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ঢাকা/নাজমুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়