ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, ৩৫ ককটেল-সরঞ্জাম জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ১৪ নভেম্বর ২০২৫  
জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, ৩৫ ককটেল-সরঞ্জাম জব্দ

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩৫টি তাজা ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যার পর জেনেভা ক্যাম্পে এই অভিযান শুরু করে পুলিশ। বিষয়টি জানিয়েছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক আহমেদ।

পুলিশ জানায়, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ৩৫টি তাজা ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ডিএমপি।

ওসি কাজী রফিক আহমেদ জানান, সন্ধ্যার পর এই অভিযান শুরু হয়। অভিযানে একটি পরিত্যক্ত ঘর থেকে ৩৫টি তাজা ককটেল জব্দ করা হয়। এছাড়া ককটেল তৈরির কিছু সরঞ্জাম জব্দ করা হয়। বর্তমানে তাজা ককটেলগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে। তবে এখনও কাউকে আটক করা যায়নি। অভিযান অব্যাহত আছে।

ঢাকা/মাকসুদ/সাইফ 

সর্বশেষ

পাঠকপ্রিয়