ঢাকা     সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকার যেসব এলাকায় হর্ন বাজালে আইনি ব্যবস্থা নেবে পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ১৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:৫৪, ১৯ জানুয়ারি ২০২৬
ঢাকার যেসব এলাকায় হর্ন বাজালে আইনি ব্যবস্থা নেবে পুলিশ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার আশপাশের এলাকায় হর্ন বাজালে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত) এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে গত বছরের সেপ্টেম্বর থেকে নীরব এলাকা ঘোষণা করেছে। এসব এলাকায় হর্ন বাজানো নিষিদ্ধ। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৫ ধারা এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর ১৯(২) বিধি মোতাবেক নীরব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ (সর্বোচ্চ জরিমানা ১০ হাজার টাকা অথবা ৩ মাসের কারাদণ্ড)। 

সম্প্রতি জারি করা শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ মোতাবেক নীরব এলাকা শব্দদূষণমুক্ত করার জন্য পুলিশকে জরিমানা আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে। উল্লিখিত নীরব এলাকায় হর্ন বাজালে পুলিশ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়