ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারী দিবস উপলক্ষে রঙ বাংলাদেশে ছাড়

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ২ মার্চ ২০২৩  
নারী দিবস উপলক্ষে রঙ বাংলাদেশে ছাড়

নারীত্বের মহিমাকে শ্রদ্ধা জানাতে ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে নারীদের প্রতি শ্রদ্ধা, কাজের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করে।

দেশের শীর্ষ ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশও নারীর প্রতি শ্রদ্ধা জানাতে চায় তাদের সৃজনে, তাদের আয়োজনে। স্মরণ করতে চায় নারীর অবদান বিনম্র শ্রদ্ধায়। সেজন্য এই দিবস উপলক্ষে আগামী ৮ মার্চ পর্যন্ত ২০ শতাংশ বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে ফ্যাশন হাউজটি।

রঙ বাংলাদেশের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও আউটলেটের (দেশীদশ, ফ্র্যাঞ্চাইজ ব্যাতিত) বাছাইকৃত পণ্যে উপভোগ করা যাবে এই বিশেষ ছাড়। 

রঙ বাংলাদেশের প্রতিটি আউটলেটে ও অনলাইনে নারীদের জন্যে রয়েছে শাড়ি, থ্রিপিস, কামিজ, ওড়না, কুর্তি, টপস, ব্লাউজ, মাস্ক। এছাড়া আরো রয়েছে জুয়েলারি ও নানা রকম উপহার সামগ্রী।

রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই পাওয়া যাবে চমৎকার নারী দিবস সংগ্রহ। আউটলেট ছাড়াও কেনাকাটার সহজ উপায় প্রতিষ্ঠানটির ই-কমার্স সাইট। নতুন আঙ্গিকে সাজানো ওয়েবসাইট www.rang-bd.com ও ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh এ পাওয়া যাবে নারী দিবসের পোশাক।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়