আঙুরের রস ফেসওয়াশ হিসেবে যেভাবে ব্যবহার করবেন
লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

ছবি: প্রতীকী
ত্বক পরিষ্কার করার জন্য প্রাকৃতিক উপাদান হিসেবে আঙুরের রস খুব ভালো। এই রস ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা দেয়।
একটি গবেষণায় দেখানো হয়েছে, ‘‘রোদের প্রভাবে ত্বকে যে ধরনের বার্ধক্য হয় তা ‘ফটো-এজিং’ নামে পরিচিত। আঙুরের রস মাখলে এই ধরনের সমস্যাও রোধ করা যায়। যখন শরীরে পানির ঘাটতি তৈরি হয় তখন ত্বকের আর্দ্রতা কমতে থাকে। এই কারণেও বয়সের তুলনায় ত্বক বুড়িয়ে যেতে পারে। আঙুর মাখলে ত্বকের আর্দ্রতাও বজায় থাকে।’’
আঙুরের রস সব ধরণের ত্বকের জন্য উপকারী। তবে পরিপূর্ণ উপকার পাওয়ার জন্য সঠিক উপায়ে আঙুরের রস ত্বকে ব্যবহার করতে হবে।
প্রথম ধাপ: কয়েকটি আঙুর হাত দিয়ে আলতো করে পুরো মুখে মিনিটখানেক ঘষে নিন।
দ্বিতীয় ধাপ: ত্বকে আঙুরের রস মেখে কিছুক্ষণ রেখে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। একেবারেই প্রাকৃতিক ফেসওয়াশের কাজ করবে এটা। আঙুরের রস সব ধরনের ত্বকে এভাবে ব্যবহার করা যায়।
আঙুর ম্যাশ করেও মুখে লাগিয়ে নিতে পারেন। আঙুরের ম্যাশ মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। রোদের পোড়া ভাব কাটিয়ে এতে আপনার ত্বক আরও উজ্জ্বল হবে।
রূপ বিশেষজ্ঞরা বলেন, ‘‘সপ্তাহে এক দিন বাসায় আঙুরের রস ব্যবহার করলে ভালো ফল পাবেন। তবে অতিরিক্ত রূপচর্চা ত্বকের জন্য ক্ষতিকর।’’
ঢাকা/লিপি