ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওজন কমাতে ডায়েটে রাখুন পেয়ারার সালাদ

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ২০ জুন ২০২৫   আপডেট: ০৯:১১, ২০ জুন ২০২৫
ওজন কমাতে ডায়েটে রাখুন পেয়ারার সালাদ

পেয়ারার সালাদ। ছবি: সংগৃহীত

বর্ষা মৌসুমে পেয়ারা অনেকটাই সহজলভ্য। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, এই মৌসুমে নিয়মিত পেয়ারা খেতে পারেন। খেতে পারেন পেয়ারার সালাদও। সুস্বাদু এই ফলে রয়েছে পর্যাপ্ত ফাইবার। আবার ক্যালোরি ও ফ্যাট এর পরিমাণও কম। ফলে সহজে ওজন কমাতে পারে। 
 
উপকরণ

পেয়ারা: ১টা (১ কাপ)

আরো পড়ুন:

তেঁতুলের ক্বাথ: ৩ টেবিল চামচ

বিট লবণ: আধা চা-চামচ

শুকনা মরিচ: ১টা

চাট মসলা: ১ চা-চামচ

ধনেপাতা: ২ টেবিল চামচ

প্রথম ধাপ: প্রথমে পেয়ারা ছোট ছোট টুকরা করে নিতে হবে। কিউব করে কেটে নিতে পারেন। আবার লম্বালম্বি করেও কাটতে পারেন।

দ্বিতীয় ধাপ: এবার তেঁতুলের বিচি ফেলে চটকে ক্বাথ বের করে নিন। 

তৃতীয় ধাপ: শুকনা মরিচ টেলে ভেঙে রাখুন।

চতুর্থ ধাপ: এ পর্যায়ে সব উপকরণ একসঙ্গে মেখে সালাদ তৈরি করে নিন।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়