ঢাকা     মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩১ ১৪৩২

রুনা লায়লার সারাদিন যেভাবে কাটে

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ১ জুলাই ২০২৫   আপডেট: ০৯:০৩, ১ জুলাই ২০২৫
রুনা লায়লার সারাদিন যেভাবে কাটে

রুনা লায়লা

ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। এই শিল্পীর সারাদিন কীভাবে কাটে জানেন?

রুনা লায়লা একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘‘সংসার, কাজ দেখা তারপর নিজের কিছু কাজ থাকলে সেগুলো করা-এভাবেই দিন কাটে। সকালে বারান্দায় বসি। তারপর কাজের লোকেরা এসে বলে এটা লাগবে, ওটা লাগবে- সেগুলো সব সর্ট আউট করে সমাধান করি। সকালে শাওয়ার করার আগে এক ঘণ্টা হাঁটি। প্রায় দুই আড়াই কিলোমিটার হেঁটে ঘরে আসি। কাজ থাকলে বাইরে যাই, নাহলে রেস্ট করি। গান শুনি, বই পড়ি, ছবি দেখি।’’

রুনা লায়লাকে পর্দায় সব সময় ঝলমলে দেখায়। অথচ তিনি নাকি আধুনিক কসমেটিক্স এড়িয়ে চলেন। ত্বকের যত্নে এখনও সাবানেই নির্ভরতা তার।

আরো পড়ুন:

রুনা লায়লা বলেন, ‘‘কোনো ফেসওয়াশ ব্যবহার করি না আমি। লোশনও ব্যবহার করি না। অনেকে বলে যে সাবান ব্যবহার করলে স্কিন নষ্ট হয়ে যায়, আমি সারাজীবন সাবান ইউজ করে আসছি। বাইরে যখন কোনো অনুষ্ঠানে যাই তখন মেকআপ করি, বাড়িতে ফিরে গিয়ে ভালোভাবে মেকআপ পরিষ্কার করি।’’

রুনা লায়লার পছন্দ হালকা খাবার। দুপুরের খাবারে বিশেষ গুরুত্ব দেন তিনি। রুনা লায়লা বলেন, ‘‘আমি খুব লাইট খাবার পছন্দ করি। হেলদি খাবার রাখার চেষ্টা করি। লাঞ্চটা নরমাল করি। দুপুরে লাল আটার রুটি খাই, সবজি আর চিকেন খাই। রাতে খুবই কম খাই।’’ 

উল্লেখ্য, ভারতের জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় রুনা লায়লার  চান্দবালির অনুপ্রেরণায় গয়না বানিয়েছেন। স্বয়ং ঋতুপর্ণ ঘোষ রুনা লায়লাকে বলেছিলেন ‘স্টাইল আইকন’। রুনা লায়লা মনে করেন ‘‘প্রত্যেকে যদি নিজস্ব স্টাইল করে, সেটাই ভালো।’’ 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়