ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ফ্রেগ্র্যান্স লেয়ারিং’-এ মজেছে তরুণ-তরুণীরা

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ২০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১০:২৬, ২০ সেপ্টেম্বর ২০২৫
‘ফ্রেগ্র্যান্স লেয়ারিং’-এ মজেছে তরুণ-তরুণীরা

ছবি: প্রতীকী

‘ফ্রেগ্র্যান্স লেয়ারিং’ হচ্ছে স্তরে স্তরে সুগন্ধি লাগানো। তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে এই ট্রেন্ড। আর স্তরে স্তরে সুগন্ধি লাগানো মানেই যে দুটি সুগন্ধি সরাসরি একটি আরেকটির ওপর স্প্রে করা, তা নয়। এটি গোসলের পর সুগন্ধি লোশন লাগানোর সাথে সাথেই শুরু হতে পারে। অথবা, আপনি একটি সুগন্ধি আপনার কব্জিতে এবং আরেকটি আপনার ঘাড়ে স্প্রে করতে পারেন। বিভিন্ন সংমিশ্রণ ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা করতে ভয় পাবেন না। সাধারণ নিয়ম হিসেবে, ভারী সুগন্ধি প্রথমে স্প্রে করা উচিত। 

ধাপে ধাপে শিখুন ‘ফ্রেগ্র্যান্স লেয়ারিং’

আরো পড়ুন:

এক. সুগন্ধি লেয়ারিং শুরু হবে গোসলের সময় থেকে। পছন্দের সুগন্ধি বা বডি স্প্রে-র সুগন্ধের সঙ্গে মিল আছে, এমন বডি ওয়াশ বা সাবান ব্যবহার করতে হবে।

দুই. গোসলের পর ত্বক সামান্য ভিজে থাকা অবস্থায় এমন ময়েশ্চারাইজার ত্বকে মালিশ করুন, যার সুগন্ধও আপনার পছন্দের সুগন্ধির মতোই। ধরা যাক আপনার সুগন্ধি বা বডি স্প্রে-র ঘ্রাণ ফ্লোরাল, ওরিয়েন্টাল, সাইট্রাস অথবা ভ্যানিলা জাতীয়। তাহলে সুগন্ধির ঘ্রাণের সঙ্গে মিলিয়ে ময়েশ্চারাইজার বেছে নিতে পারেন। 

তিন. শরীরের নির্দিষ্ট কিছু জায়গায় বড্রি স্প্রে করে নিন। যেমন কব্জি, ঘাড়, কনুইয়ের ভাঁজে, কানের পেছনে। বডি স্প্রে-তে সুগন্ধি তেলের ঘনত্ব কম থাকায় এটি হালকা হয়ে থাকে। দিনে একাধিক বার ব্যবহারে করলেও সমস্যা হয় না।

চার. সবশেষে ব্যবহার করতে হবে সুগন্ধি। শরীরের যে জায়গাগুলোতে বডি স্প্রে ব্যবহার করেছিলেন, সেখানেই পারফিউম স্প্রে করে নিন। সুগন্ধির ঘনত্ব বডি স্প্রে-র চেয়ে অনেক বেশি, তাই এর গন্ধ অনেক সময় থাকে। একই পালস পয়েন্টগুলোতে বডি স্প্রে ও সুগন্ধি স্প্রে করলে সেই গন্ধ অনেকক্ষণ টিকে থাকবে।

উল্লেখ্য, লেয়ারিং করলে খেয়াল রাখবেন, বডি স্প্রে বা সুগন্ধি, কোনওটিতেই যেন অ্যালকোহলের মাত্রা বেশি না থাকে। বেশি অ্যালকোহল যুক্ত সুগন্ধি ত্বকের জন্য ক্ষতিকর।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়