ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে যে ময়েশ্চারাইজার 

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ১৪ অক্টোবর ২০২৫   আপডেট: ০৯:১১, ১৪ অক্টোবর ২০২৫
ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে যে ময়েশ্চারাইজার 

ছবি: প্রতীকী

শরৎকাল বিদায় নেওয়ার প্রস্তুতি শুরু করেছে। হেমন্ত আসলেই শীত পড়তে শুরু করবে। ত্বকের জন্য দরকার হবে বাড়তি আদ্রতা। এ সময় ত্বকের জন্য মানানসই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। বাজারে বিভিন্ন রকমের ময়েশ্চারাইজার রয়েছে, সেগুলো থেকে বাছাই করার আগে ত্বকের ধরনের সঙ্গে মিলিয়ে নিন। 

বেশির ভাগ মানুষ মনে করেন, ত্বক আর্দ্র রাখতে যেকোনো ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করা যায়।কিন্তু বিষয়টা তেমন নয়। ময়শ্চারাইজার কেনার আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। 

আরো পড়ুন:

সাধারণ এবং তৈলাক্ত ত্বকের জন্য

সাধারণ এবং তৈলাক্ত ত্বকের জন্য হালকা ও নন-গ্রিজি ময়শ্চারাইজার বেছে নিতে পারেন। অন্যদিকে শুষ্ক ত্বকের জন্য ভারী ও ক্রিমযুক্ত ফর্মুলা আদর্শ মনে করা হয়।

সংবেদনশীল ত্বকের জন্য

আপনার ত্বক সংবেদনশীল কিংবা ব্রণপ্রবণ হলে সুগন্ধিযুক্ত ময়শ্চারাইজার এড়িয়ে চলতে হবে। সংবেদনশীল ত্বকের জন্য প্রয়োজন সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক রক্ষা করতে পারে এমন এসপিএফ যুক্ত ময়শ্চারাইজার।

উল্লেখ্য, অনেকের অ্যালার্জি  থাকে। তারা ময়শ্চারাইজারের গায়ে থাকা লেবেল দেখে নিন।। ‘অ্যালার্জি পরীক্ষিত’ লেবেল যুক্ত ময়শ্চারাইজার বাছাই করুন। কারণ, এগুলো ত্বকের রোমকূপ বন্ধ করে না এবং অ্যালার্জির ঝুঁকিও কম।

সূত্র: ডার্মস্টোর 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়