ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাত থেকেই জেনে নিন আপনি কতটা সুস্থ

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৭, ৯ জুলাই ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাত থেকেই জেনে নিন আপনি কতটা সুস্থ

দেহঘড়ি ডেস্ক : রোগ হলে শরীরে তার নানা উপসর্গ দেখা দেয়। যেমন আমাদের হাতের হাতের তালু বা আঙুলের কথাই বলা যেতে পারে। এখানেও কিন্তু বেশ কিছু লক্ষণের মাধ্যমের বোঝা যায় শরীর রোগব্যাধিতে আক্রান্ত হয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জেনে নিন, হাতের তালু ও আঙুলে সেরকমই কিছু লক্ষণ ও রোগের কথা।  

 

* হাতের তালুতে জায়গায় জায়গায় যদি লাল ছোপ থাকে: যাদের লিভারের রোগ বা সিরোসিসের সমস্যা রয়েছে, কিংবা ফ্যাটি লিভারে ভুগছেন তাদের হাতের তালুতে লাল লাল ছোপ দেখা যায়। গর্ভবতী মহিলাদের মধ্যেও এই উপসর্গ দেখা যায়। 

 

* মহিলাদের ক্ষেত্রে হাতের মধ্যাঙুল অন্য আঙুলগুলির থেকে লম্বা: পুরুষদের ক্ষেত্রে হাতের মাঝের আঙুল বা মধ্যমা সাধারণত অন্য আঙুলগুলোর থেকে লম্বা হয়, মহিলাদের ক্ষেত্রে হয় উল্টোটা। কিন্তু ২০০৮ সালে সংঘটিত একটি বিশ্বজোড়া সমীক্ষায় দেখা গেছে, যেসব মহিলার হাতের মাঝের আঙুলটি অন্য আঙুলগুলোর থেকে লম্বা হয়, তাদের অস্টিওআর্থারাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বেশি।

 

* মহিলাদের ক্ষেত্রে তর্জনীটি যদি অন্য আঙুলগুলোর থেকে লম্বা হয়: ওই একই সমীক্ষায় দেখা গিয়েছে, যেসব মহিলার তর্জনীটি বা প্রথম আঙুলটি অন্যান্য আঙুলের থেকে দৈর্ঘ্যে বড়, তাদের ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

 

* পুরুষদের ক্ষেত্রে যদি তর্জনীটি অন্য আঙুলগুলোর থেকে লম্বা হয়: যেসব পুরুষের তর্জনী অন্য আঙুলগুলির থেকে লম্বা হয়, তাদের প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বেশি।

 

* আঙুল যদি ফুলে যায়: আঙুল ফুলে ওঠা বা আঙুল ভাঁজ করতে ব্যথা অনুভব করা অনেক ক্ষেত্রেই হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েড বৃদ্ধির লক্ষণ। এই উপসর্গ দেখা দিলে ডাক্তারের সঙ্গে শিগগির যোগাযোগ করুন।

 

* নখ যদি বিবর্ণ হয়: নখ স্বাভাবিক অবস্থায় লালচে আভাসম্পন্ন হয়, নখের ওপর চাপ দিলে তা বর্ণহীন হয়ে যায়, কিন্তু চাপ তুলে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার লালচে বর্ণ ধারণ করে। কিন্তু নখ যদি স্বাভাবিক অবস্থাতেই বিবর্ণ হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনি রক্তাল্পতা বা অ্যানিমিয়াতে ভুগছেন।

 

* নখের ওপর যদি অর্ধবৃত্তাকার দাগ দেখা যায়: নখ যেদিকে বাড়ে সেদিকে আড়াআড়ি যদি নখের ওপর অর্ধবৃ্ত্তাকার লালচে দাগ দেখা যায় তাহলে অনেক সময়েই তা হয়ে দাঁড়ায় শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণের উপসর্গ।

 

* আঙুলের ডগাগুলো যদি ফুলে যায়: আঙুলের ডগাগুলো যদি আঙুলের অন্য অংশের থেকে বেশি স্ফীত হয় তাহলে অনেক সময়েই তা হার্টের বা ফুসফুসের রোগের লক্ষণ। এটি অনেক ক্ষেত্রেই রক্তে অক্সিজেনের স্বল্পতারও উপসর্গ।

 

* নখ যদি সবুজ বা ধূসর হয়ে যায়: নখ ধূসর হয়ে যাওয়া বা সবুজ হয়ে যাওয়া রক্তপ্রবাহের সমস্যার লক্ষণ হতে পারে। এর ফলে শিরা বা ধমনীতে সাময়িক যন্ত্রণাও দেখা দিতে পারে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ জুলাই ২০১৬/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়