ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রংপুরে বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠান

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ২৫ ফেব্রুয়ারি ২০২১  
রংপুরে বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠান

তরুণ-তরুণীদের মাঝে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কণ্ঠ’ বহিঃধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রংপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজন করা হয়। 

বাল্যবিয়ের কুফল ও প্রতিরোধের উপায় নিয়ে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল নিয়মিতভাবে এই অনুষ্ঠান করে থাকে।

এ অনুষ্ঠানে রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদিয়া সুমি বলেন, বাল্যবিয়ে কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ফলে মাতৃমৃত্যুর হার বৃদ্ধিসহ বিভিন্ন শারীরিক সমস্যা যেমন- ফিস্টুলা দেখা দেয়। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ টি এম নাজমুল হুদা ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস আর ফারুক, মোমিনপুর স্কুল অ্যান্ড  কলেজের অধ্যক্ষ বিল্বরঞ্জন রায় এবং ৫০ জন বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী।

সজীব দত্তের সঞ্চালনায় উপ-পরিচালক মো. আমিরুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পরিচালক (অনুষ্ঠান) তোফাজ্জল হোসেনের প্রযোজনায় ধারণকৃত এ অনুষ্ঠানটি আগামী ৬ মার্চ (শনিবার) রাত ৮টা ১০ মিনিটে ঢাকা-ক এবং এফ এম ১০৬ মেগাহার্জে ও বাংলাদেশ বেতারের অ্যাপসে শোনা যাবে।

আমিরুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়