ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ১২ জানুয়ারি ২০২২   আপডেট: ২০:১৫, ১২ জানুয়ারি ২০২২
সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের শীতবস্ত্র বিতরণ

৭ পদাতিক ডিভিশন এবং এরিয়া সদর দপ্তর বরিশালের সার্বিক ব্যবস্থাপনায় ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তত্ত্বাবধানে খুলনার বেজেরডাঙ্গা, ফুলতলা এলাকায় দরিদ্র শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

বুধবার (১২ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণ করেন ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম আনোয়ার হোসেন, এএফডব্লিউসি, পিএসসি। 

করোনাকালের প্রতিকূল পরিস্থিতিতে সেনাবাহিনীর এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। এসময় আরও উপস্থিত ছিলেন, ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রিয়ার অধিনায়ক মেজর তানভীর রশিদ খান, ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর মো. সিরাজুল ইসলাম, পিএসসি এবং লেফটেনেন্ট তাজউদ্দিন আহমেদ রৌদ্র। 

শীতবস্ত্র বিতরণ শেষে ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সদস্যদের মাঝে শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণের সনদ বিতরণ করেন।

/এনএইচ/

সর্বশেষ

পাঠকপ্রিয়