ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসপাতালে দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৮, ২২ জুলাই ২০২২   আপডেট: ০৪:৫২, ২২ জুলাই ২০২২
হাসপাতালে দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিব

গুরুতর অসুস্থ হয়ে বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব।

বিআরবি হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল অমিত হাবিবের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যার পর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখানে আনার দায়িত্বরত চিকিৎসক, সিনিয়র রেজিস্ট্রাররা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছেন। একইসঙ্গে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। এরমধ্যে ইসিজি রিপোর্ট ভালো এসেছে। বাকি রিপোর্টগুলো এলেই তার বিষয়ে বিস্তারিত বলা যাবে।

হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা বলেন, দেশ রূপান্তর সম্পাদককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আখলাক হোসেন খানের তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের ডিউটি ম্যানেজার রুবায়েত ফেরদৌস রাত সাড়ে দশটায় রাইজিংবিডিকে জানান, স্ট্রোক করার কারণে আমিত হাবিবকে নিউরো এইচডিইউতে রাখা হয়েছে। তাকে ইতোমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আখলাক হোসেন খান দেখে গেছেন। রাতে নিউরো চিকিৎসক কনক কান্তি দেখার পর তার পরামর্শ অনুযায়ী অমিত হাবিবের পরবর্তী চিকিৎসা চলবে।

মেয়া/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়