ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক গ্রেপ্তার ও মামলার ঘটনায় এমআরএ’র উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ৩১ মার্চ ২০২৩  
সাংবাদিক গ্রেপ্তার ও মামলার ঘটনায় এমআরএ’র উদ্বেগ

সংবাদ প্রকাশের জেরে দৈনিক প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার এবং পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।

ভিন্ন ঘটনায় চট্টগ্রামে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায়ও উদ্বেগ এবং নিন্দা জানিয়েছে এমআরএ।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (৩০ মার্চ) এমআরএ’র সভাপতি যাকারিয়া ইবনে ইউসুফ ও সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন এক বিবৃতিতে এই নিন্দা জানান।

এমআরএ’র নেতারা মনে করেন, সাংবাদিকদের ওপর এ ধরনের মামলা সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। তাই দ্রুত সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি ও সাংবাদিকদের ওপর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

/সুকান্ত/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়