ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদকে ফুলেল শ্রদ্ধা জানালেন রাইজিংবিডির প্রকাশক

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ২৯ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৪:৩৪, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদকে ফুলেল শ্রদ্ধা জানালেন রাইজিংবিডির প্রকাশক

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদকে জন্মদিনে ফুলেল শ্রদ্ধা জানালেন রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান।

বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃৎ নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ৭৬ বছরে পা রাখলেন। আজ তার ১৯ তম জন্মদিন। ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন তিনি। ২৯ ফেব্রুয়া‌রি জন্মগ্রহণ করায় প্রতি চার বছর অন্তর আসে তার জন্ম‌দিন। 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীতে চ্যানেল আইয়ে শুরু হয় তার জন্মোৎসব। রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান এই জন্মোৎসবে যোগদান করেন এবং বরেণ্য নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এইদিন মামুনুর রশীদকে নিয়ে লেখা একটি বইয়েরও মোড়ক উন্মোচন করা হয়। এ বইয়ে তাকে নিয়ে লিখেছেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি। বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে জন্মোৎসবের প্রথম দিনের আয়োজন।

/টিপু/

সর্বশেষ

পাঠকপ্রিয়