ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

সাত সংবাদকর্মী পেলেন রাইজিংবিডির ত্রৈমাসিক পুরস্কার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ১৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৮:৪২, ১৪ সেপ্টেম্বর ২০২৪
সাত সংবাদকর্মী পেলেন রাইজিংবিডির ত্রৈমাসিক পুরস্কার

শনিবার রাইজিংবিডির কার্যালয়ে এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডকটমের ত্রৈমাসিক পুরস্কার পেয়েছেন প্রতিষ্ঠানটির সাত সংবাদকর্মী।

শনিবার (১৪) বিকেলে রাজধানীর মিরপুর-১ এর মাজার রোডে রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কারের নগদ অর্থ তুলে দেওয়া হয়।

সেরা প্রতিবেদকের পুরস্কার পেয়েছেন মামুন খান। সেরা সম্পাদনার পুরস্কার জিতেছেন খায়রুল ইসলাম। সেরা ফিচার লেখক হিসেবে পুরস্কার পেয়েছেন মেহেদী হাসান। সেরা মফস্বল প্রতিবেদকের পুরস্কার পেয়েছেন মানিকগঞ্জ প্রতিনিধি জাহিদুল হক চন্দন। মাল্টিমিডিয়া ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন শাহিন শুভ। সময়ানুবর্তিতা ও দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্বের জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন রফিক মুয়াজ্জিন। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনকালে মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহে বিশেষ কৃতিত্বের জন্য বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সুকান্ত বিশ্বাস।

রাইজিংবিডির নির্বাহী সম্পাদক তাপস রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকাশক এস এম জাহিদ হাসান, বিশেষ প্রতিবেদক কিসমত খোন্দকার, প্রধান প্রতিবেদক হাসান মাহামুদ, সহকারী বার্তা সম্পাদক রফিক মুয়াজ্জিন এবং মফস্বল বিভাগের ইনচার্জ ইবনুল কাইয়ুম সনি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী বার্তা সম্পাদক সাইফ বরকতুল্লাহ, জ্যেষ্ঠ সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম বকুল, মনজুরুল আলম মুকুল, শাহেদ হোসেন, নাজমুল হোসেন ও আমিনুল ইসলাম, জ্যেষ্ঠ প্রতিবেদক এসকে রেজা পারভেজ, মাকসুদুর রহমান, মেসবাহ য়াযাদ, নুরুজ্জামান তানিম, নাজমুল ইসলাম ফারুক, জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক রাহাত সাইফুলসহ রাইজিংবিডির অন্যান্য সংবাদকর্মীবৃন্দ।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রকাশক এস এম জাহিদ হাসান সাংবাদিকদের নিয়মিত দায়িত্বের বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে লেখার আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকদের অনেক জায়গা আছে লেখার। আপনারা নিজস্ব বৃত্তের বাইরেও লিখবেন।

মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়