ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেত্রকোনার প্রবীণ সাংবাদিক এম ফখরুল হক আর নেই

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ৪ ডিসেম্বর ২০২৪  
নেত্রকোনার প্রবীণ সাংবাদিক এম ফখরুল হক আর নেই

ফখরুল হক। ফাইল ফটো

নেত্রকোনার প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি এম ফখরুল হক (৬১) আর নেই। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

জেলা প্রেস ক্লাবের সদস্যসচিব কিবরিয়া চৌধুরী হেলিম বলেন, ‘‘সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হন এম ফখরুল হক। দ্রুত তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নেওয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত ঢাকার ল্যাবএইড হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’’

জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল বলেন, ‘‘এম ফখরুল হক ছিলেন নিষ্ঠাবান ও নির্ভীক সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দীর্ঘ কর্মময় জীবনে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে সংবাদ পরিবেশনে অসামান্য অবদান রেখেছেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’’

ঢাকা/সোহেল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়