‘প্রশ্ন নয়, প্রশংসা করতে এসেছি’ এই ছিল হাসিনার সংবাদ সম্মেলন

গণমাধ্যমের স্বাধীনতাহীনতা ও চাটুকারিতা থিমের দুই পোস্টার। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক
‘প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি’-এই ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের ধরন। এই দমনপীড়নের মধ্যেও যারা ন্যূনতম সাংবাদিকতার চেষ্টা করতেন তাদের ওপর নেমে আসত নির্যাতনের খড়গ। যেসব কারণে জুলাই অনিবার্য হয়ে উঠেছিল তার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়াও ছিল অন্যতম।
রবিবার (৬ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুকে পেজে প্রতীকী দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে এসব লেখা হয়।
ছবি দুটির একটিতে তেল দেখানো হচ্ছে এবং অপরটিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান এ টি এম তুরাবের আহত অবস্থার চিত্র দেখানো হয়েছে।
প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্ট
ফেসবুকে পোস্টে আরো লেখা হয়, শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের ৯ ও ১০ নম্বর পোস্টার এঁকেছেন গণমাধ্যমের স্বাধীনতাহীনতা ও চাটুকারিতাকে থিম করে।
জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা এই শিল্পী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করছেন। এসব পোস্টারে ফুটে উঠবে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ এবং যা ঘটেছিল জুলাইয়ে।
ঢাকা/এসবি