ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিকতায় সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন শাহরিয়ার বাঁধন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১০:৫৮, ১৪ সেপ্টেম্বর ২০২৫
সাংবাদিকতায় সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন শাহরিয়ার বাঁধন

শাহরিয়ার হাসান ওরফে শাহরিয়ার বাঁধনকে সম্মাননা প্রদান করা হচ্ছে।

সাউথ এশিয়ান সোস্যাল কালচারাল ফোরামের এক যুগ পূর্তি হয়েছে। এ উপলক্ষে সংগঠনটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা ও সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানের আয়োজন করে। 

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এসময় গাজী টেলিভিশন-জিটিভির সিনিয়র রিপোর্টার শাহরিয়ার হাসান ওরফে শাহরিয়ার বাঁধনকে সম্মাননা দেওয়া হয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরষ্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দসহ দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আগত ব্যক্তিত্ব এবং সংগঠনকেও সম্মাননা প্রদান করা হয়। সামাজিক উন্নয়ন, সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা, উদ্যোক্তা ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকটি ক্যাটাগরিতে এ বছর এই সম্মাননা প্রদান করা হলো। 

অ্যাডভোকেট শেখ মো. আমির হামজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সচিব পীরজাদা শহীদুল হারুন, সাউথ এশিয়ান সোস্যাল কালচারাল ফোরাম নির্বাহী পরিচালক এম. এইচ আরমান চৌধুরী, পরিচালক আর কে রিপন, নেপাল, ভারতসহ বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথি।

ঢাকা/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়