অশোভন আচরণের অভিযোগে বাসস এমডির বিরুদ্ধে ডিআরইউর আল্টিমেটাম
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঙ্গে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের অসভ্য, অশোভন ও অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়ে ডিআরইউ বলেছে, এ ধরনের ন্যক্কারজনক আচরণের জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে দুঃখ প্রকাশ করতে হবে।
না হলে বাসস এমডির অপসারণের দাবিতে কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ডিআরইউ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল এক বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ঘটনার বিবরণ দিয়ে ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ২২ জানুয়ারি সকাল ১০টা ৪৪ মিনিটে তিনি মোবাইল ফোনে বাসস এমডি মাহবুব মোর্শেদকে সালাম দিয়ে বলেন, শনিবার ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন। ওই মতবিনিময়ে বিএনপি চেয়ারম্যান দেড় ঘণ্টারও বেশি সময় ধরে দেশ, জনগণ ও গণমাধ্যম নিয়ে তার ভবিষ্যৎ কর্মপন্থা উপস্থাপন করেন। দেশের প্রায় সব গণমাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রচার হলেও বাসসে এ সংবাদটি প্রকাশ হয়নি। বিষয়টি দেখার জন্য তিনি বিনয়ের সঙ্গে অনুরোধ জানান।
বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ডিআরইউ সাধারণ সম্পাদক বলেন, তিনি অত্যন্ত ভদ্র ও বিনয়ী ভাষায় এমডিকে বিষয়টি অবহিত করলেও কথা শেষ করার আগেই মাহবুব মোর্শেদ অশোভন আচরণ শুরু করেন। তিনি হুংকার দিয়ে বলেন, সংবাদ প্রকাশ করবেন কি না, তা তার নিজস্ব বিষয় এবং এ বিষয়ে কাউকে জবাব দিতে তিনি বাধ্য নন। এ সময় তিনি বলেন, আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আমি নিউজ দেব কি দেব না সে বিষয়ে আপনাকে জবাব দিতে হবে কেন? আমি বাসসের এমডি পদকেও পুছি না। আপনি ডিআরইউর সাধারণ সম্পাদক তাতে আমার কিছু আসে যায় না। আপনার চেয়ে অনেক হ্যাডমওয়ালা লোক আমার সঙ্গে লেগেছে, কেউ কিছু করতে পারেনি। আমার ক্ষমতা সম্পর্কে জেনে আসবেন। আপনার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
ডিআরইউ-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাসস এমডির এমন অপেশাদার ও অশালীন আচরণে ডিআরইউ সাধারণ সম্পাদক কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। এরপরও তিনি ভদ্রতা বজায় রেখে বলেন, ভাই হিসেবে আমি শুধু বিষয়টি আপনাকে জানালাম। জবাবে এমডি বলেন, আমি আপনার ভাই না।
এ সময় মাহবুব মোর্শেদ ডিআরইউ সাধারণ সম্পাদককে কথা বলতে না দিয়ে পুনরায় আগের কথার পুনরাবৃত্তি করে হুমকিস্বরূপ বলেন, আপনি আমাকে বলার কে? আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। অনেকেই আমার বিরুদ্ধে লেগেছিল কিন্তু আমার লোমও ছিঁড়তে পারেনি। আপনি তো ওদের কাছে কিছুই না। এ সময় আরো অসভ্য ভাষায় কথা বলে তিনি ফোনের লাইন কেটে দেন।
বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেন, জানা গেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ডিআরইউর মতবিনিময়ের সংবাদটি বাসসে প্রস্তুত করে এমডির কাছে পাঠানো হয়েছিল কিন্তু তিনি তা প্রকাশ করেননি।
নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে ক্ষমা না চাইলে সরকারি সংবাদ সংস্থা বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।
একই সঙ্গে তারেক রহমানের সঙ্গে ডিআরইউ নেতাদের মতবিনিময়ের সংবাদটি প্রকাশ না করে আটকে রাখার ঘটনায় দ্রুত তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
ঢাকা/এএএম/রাসেল