ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশের বাজারে লঞ্চ হয়ে গেলো সিএফ মটোর NK300 এবং NK125

মটো কর্নার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ২৭ জুলাই ২০২৫  
দেশের বাজারে লঞ্চ হয়ে গেলো সিএফ মটোর NK300 এবং NK125

এনকে সিরিজের দুটি বাইক বাংলাদেশের বাজারে নিয়ে এলো সিএফ মটো। রবিবার NK300 এবং NK125 বাইক দুটি লঞ্চ করা হয়।

NK300 বাইকটিতে রয়েছে ২৯২ সিসির ডিওএইচসি সিঙ্গেল সিলিন্ডার ওয়াটার-কুলড ইঞ্জিন। ডুয়াল ওভারহেড ক্যামশ্যাফ্ট ডিজাইনের বাইকটি ৭ হাজার ২৫০ আরপিএমে ২৫ দশমিক ৩ এনএম টর্ক উৎপন্ন করতে পারে।

বাইকটিতে রয়েছে সিক্স স্পিড গিয়ারবক্স ও স্লিপার ক্লাচ। রাইডিংয়ের জন্য রয়েছে স্পোর্টস ও ইকোমুড। বাইকটির সামনে রয়েছে ৩৭ মিলিমিটারের ইউএসডি সাসপেনশন, পেছনে রয়েছে মনোশক। এর ফুয়েল ক্যাপাসিটি ১২ দশমিক ৫ লিটার। ব্রেকিংয়ের জন্য সামনে রয়েছে ২৯২ মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক, যার সঙ্গে রয়েছে চার পিস্টনের ক্যালিপার। পেছনে রয়েছে ২২০ মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক, সঙ্গে রয়েছে সিঙ্গেল পিস্টন। আর ব্রেকিং আরো নিরাপদ করার জন্য এবিএস তো থাকছেই। বাইকটিতে যুক্ত করা হয়েছে বহুল প্রত্যাশিত টিএফটি মিটার। বহুল ফিচার সমৃদ্ধ বাইকটির দাম রাখা হয়েছে ৪ লাখ ২৮ হাজার ৫০০ টাকা।

১২৫সিসির ইঞ্জিনের NK125 বাইকটি ১১ হাজার আরপিএমে সর্বোচ্চ ১৪ দশমিক ৭৫ বিএইচপি শক্তি উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ৮৫০০ আরপিএমে ১১ নিউটন মিটার। লিকুইড কুলড ইঞ্জিনটিতে রয়েছে চারটি ভালভ।

বাইকটির সামনে রয়েছে ৩৭ মিলিমিটারের ইউএসডি সাসপেনশন, পেছনে রয়েছে মনোশক। ব্রেকিংয়ের জন্য সামনে রয়েছে ২৯২ মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক, যার সঙ্গে রয়েছে চার পিস্টনের ক্যালিপার। পেছনে রয়েছে ২২০ মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক, সঙ্গে রয়েছে সিঙ্গেল পিস্টন। আর ব্রেকিং আরো নিরাপদ করার জন্য এবিএস তো থাকছেই। এছাড়া থাকছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। এই বাইকটির দাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়