ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পূর্বধলায় ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের দুর্ভোগ 

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ১৯ ফেব্রুয়ারি ২০২১  
পূর্বধলায় ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের দুর্ভোগ 

নেত্রকোনার পূর্বধলায় জারিয়া-ঝাঞ্জাইল লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জারিয়া রেল স্টেশনে ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা লোকাল ২৭২ নম্বর আপ ট্রেনের ইঞ্জিন জারিয়া স্টেশনে সকাল সাড়ে ৮টার সময় হঠাৎ বিকল হয়ে যায়। এতে ট্রেনটি প্রায় তিন ঘণ্টা ধরে স্টেশনে আটকা পড়ে থাকে। 

ফলে ওই স্টেশনের ময়মনসিংহগামী যাত্রীসহ ট্রেনের জন্য অপেক্ষমান এ লাইনের অন্যান্য স্টেশনেও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। 

এদিকে ইঞ্জিন বিকলের কারণে এ পথে ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি শ্যামগঞ্জ স্টেশনে আটকে থাকে। ওই ট্রেনের যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হয়।

পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারি মো. আব্দুল মোমেন জানান, ময়মনসিংহ থেকে সকাল ১১টায় লাইট ইঞ্জিন (উদ্ধারকারী) এসে সাড়ে ১১টায় ট্রেনটি নিয়ে যায়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শাহীন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়