Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৪ জুন ২০২১ ||  আষাঢ় ১০ ১৪২৮ ||  ১২ জিলক্বদ ১৪৪২

নেত্রকোনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ১৫ মে ২০২১  
নেত্রকোনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে পুকুরে ডুবে জান্নাতুল নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ মে) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের উওর নোয়াগাঁও গ্রামের কুরের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের খলিল মিয়ার মেয়ে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, জান্নাতুলের মা বাড়ির উঠোনে ধান শুকানোর কাজ করছিলেন। জান্নাতুল কেনো এক সময়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয় এক ব‌্যক্তি দেখতে পান, পুকুরে একটি শিশুর লাশ ভাসছে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়