ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

এই দলটি অপ্রতিরোধ্য হয়ে উঠবে : সৌরভ

নেছার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ২২ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এই দলটি অপ্রতিরোধ্য হয়ে উঠবে : সৌরভ

সৌরভ গাঙ্গুলি

ক্রীড়া ডেস্ক : ২০১১ সালে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ভারত। এরপর ২০১৫ সালের ক্রিকেট মহাযজ্ঞে গ্রুপপর্বের সবকটি ম্যাচে জিতে ফের জানান দিয়েছিল, এবারও তার চ্যাম্পিয়ন হবে! কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষেও জয় তুলে নিয়ে সেমিতে ওঠে মহেন্দ্র সিং ধোনির দল।

 

এই রাউন্ডের খেলায় তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়। স্বাগতিকদের কাছে ৯৫ রানের হেরে দেশের বিমান ধরে ভারত। সব মিলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে ভারতের পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়। যা আগামী দিনে টিম ইন্ডিয়াকে ‘অপ্রতিরোধ্য’ করে তুলবে বলে মনে করেন সৌরভ গাঙ্গুলি।

 

কিছুদিন পর ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার কথা রয়েছে সৌরভের। তার আগে টিম ইন্ডিয়াকে ‘অপ্রতিরোধ্য’ হিসেবেই দেখছেন প্রাক্তন অধিনায়ক। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ভারত অনেক কিছু শিখেছে। বিশ্বকাপের অভিজ্ঞতাই আগামী দিনে এই দলকে অপ্রতিরোধ্য করে তুলবে। আমাদের দলে বেশ কিছু তরুণ প্রতিভা রয়েছে। যাদের ঠিকভাবে যত্ন নিলে তারাই ভবিষ্যতে ভারতীয় দলের সম্পদ হয়ে উঠবে।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৫/নেছার/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়