ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাইতিতে জমি পেলো ইউনূস সোশ্যাল বিজনেস

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ২৮ সেপ্টেম্বর ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
হাইতিতে জমি পেলো ইউনূস সোশ্যাল বিজনেস

ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট
ঢাকা, ২৮ সেপ্টেম্বর: শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন কোম্পানি ইউনূস সোশ্যাল বিজনেসকে হাইতির সরকার ১০ হাজার হেক্টর জমি দিয়েছে। দেশটির দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে সংস্থাটি।

নিউইয়র্কে সপ্তাহব্যাপী সম্মেলনে হাইতির উপর আলোচনা পর্বে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও হাইতির প্রধানমন্ত্রী লরেন্ট ল্যামোথ উপস্থিত ছিলেন। ড. ইউনূস হাইতির রাষ্ট্রপতির উপদেষ্টা পরিষদের একজন সদস্য। দেশটির সামাজিক ও অর্থনৈতিক ব্যাপারে হাইতির রাষ্ট্রপতি মার্টেলিকে পরামর্শ দেয়ার উদ্দেশ্যে এ পরিষদটি গঠন করা হয়।

ইউনূস সোশ্যাল বিজনেস হাইতিতে আটটি সামাজিক ব্যবসা প্রকল্প হাতে নিয়েছে। আরো ১০টি প্রকল্প চূড়ান্তভাবে শুরুর অপেক্ষায় রয়েছে।

হাইতির ওই সম্মেলনে ড. ইউনূস ও হাইতির কৃষিমন্ত্রীর মধ্যে এক চুক্তি হয়। এ সময় হাইতিতে বনায়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠানকে এ চুক্তির মাধ্যমে হাইতি সরকারের পক্ষ থেকে ১০ হাজার হেক্টর খাস জমি ‘ইউনূস সোশ্যাল বিজনেস’ প্রতিষ্ঠানকে দেয়া হয়।

হাইতিতে ইউনূসের করা ‘হাইতি সামাজিক ব্যবসা তহবিল’ ইতোমধ্যে ডয়েচে ব্যাংকের সাথে ১০ লাখ ডলারের একটি চুক্তি করেছে। ফলে হাইতিতে সামাজিক ব্যবসা চালানোর উদ্দেশ্যে করা বর্তমানের ৫০ লাখ তহবিলের সাথে এই ১০ লাখ ডলার যোগ হলো।

হাইতিতে কয়েকটি বহুজাতিক কোম্পানির যৌথ উদ্যোগে দু’টি সামাজিক ব্যবসা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে একটি হলো- গত কয়েক দশকে দেশটির প্রায় অধিকাংশ বন নিধন হয়েছে। এ উদ্দেশ্যে পুরো দেশটিতে বনায়নের অংশ হিসেবে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ উদ্দেশ্য বাস্তবায়ন করতে ‘ভার্জিন ইউনাইটেড’ ও ‘ক্লিনটন ফাউন্ডেশন’ একই সঙ্গে ‘হাইতি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান’ যৌথভাবে কাজ করে যাচ্ছে। এ প্রকল্প দু’টির আওতায় থাকা অপর প্রকল্পটি হলো- ‘ব্রাজিল ফুডস’-কে (বিআর ফুডস) পুনর্গঠিত করা। এ প্রতিষ্ঠানটি হাইতিতে উন্নত জাতের হাঁস-মুরগি উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখছে। একই সঙ্গে এ প্রতিষ্ঠানটি হাইতির গ্রামের বেকার জনসাধারণের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। আর হাইতিতে এই সামাজিক ব্যবসার উদ্যোগকে হাইতির রাষ্ট্রপতি মার্টেলি ও প্রধানমন্ত্রী লরেন্ট ল্যামোথ স্বাগত জানিয়েছেন।


এদিকে, ড. ইউনূসকে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা এক নৈশভোজের মাধ্যমে স্বাগত জানান। এ সময় তিনি ইউনূসকে আজীবন সম্মাননাও প্রদান করেন। একই সাথে তিনি আলবেনিয়া ও কসভোতে দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখার জন্য ইউনূসকে প্রশংসিত করেন।

ন্যাশনাল আলবেনিয়ান আমেরিকান অ্যাসোসিয়েশনের আয়োজিত এ নৈশভোজে আরও উপস্থিত ছিলেন- আলবেনিয়ার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, কসভোর প্রধানমন্ত্রী, মেসিদোনিয়ার প্রধানমন্ত্রী, আলবেনিয়া ও কসভোর মন্ত্রী পরিষদ, কয়েক জন মার্কিন কংগ্রেস সদস্য, ‘আলবেনিয়ান-আমেরিকান কমিউনিটি’- এর কয়েক জন ব্যবসায়ী নেতা।

উল্লেখ্য, আলবেনিয়া সরকারের সরাসরি সমর্থনে ‘ইউনূস সোশ্যাল বিজনেস’ প্রতিষ্ঠানটি আলবেনিয়াতে গত তিন বছর ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ সময় প্রতিষ্ঠানটি দেশটিতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিশশেষ ভূমিকা রেখেছে।

 

 

রাইজিংবিডি / এসএস / আরআর

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়