ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পিকেএসএফ’র নয়া এমডি আব্দুল করিম

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৬, ৩ এপ্রিল ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
পিকেএসএফ’র নয়া এমডি আব্দুল করিম

অর্থনৈতিক  প্রতিবেদক

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন আবদুল করিম।

গত পয়লা এপ্রিল এ পদে যোগদানের আগে আবদুল করিম বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুখ্য সচিবের দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগে সচিব হিসেবেও ছিলেন আব্দুল করিম।

এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান, বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসে ইকনোমিক কাউন্সিলরও ছিলেন তিনি।

আব্দুল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম.এসসি. ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে উন্নয়ন প্রশাসনে মাস্টার ডিগ্রী অর্জন করেন যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে। পেশাগত জীবনে তিনি দেশে এবং বিদেশে বহু প্রশিক্ষণ কার্যক্রমেও অংশ নেন।

সরকারি চাকুরীর বাইরে বাংলাদেশ স্কাউটস এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সঙ্গেও যুক্ত আছেন আব্দুল করিম।

রাইজিংবিডি২৪.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়