ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুনর্নিয়োগ পাচ্ছেন বিচারপতি ফজলে কবীর

মেহেদী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৫, ২৯ ডিসেম্বর ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুনর্নিয়োগ পাচ্ছেন বিচারপতি ফজলে কবীর

বিচারপতি ফজলে কবীর

আদালত প্রতিবেদক
ঢাকা, ২৯ ডিসেম্বর: মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরকে পুন:নিয়োগ দিচ্ছে সরকার।

বিচারপতি এটিএম ফজলে কবীরকে পুনর্নিয়োগ সংক্রান্ত  নথির সার সংক্ষেপ তৈরি করে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের একটি সূত্র।  সূত্র জানায়, প্রধান বিচারপতির সম্মতি নিয়েই সরকার তাকে পুন:নিয়োগ দিতে যাচ্ছে ।

চলতি সপ্তাহের মধ্যেই তার নিয়োগের বিষয়টি চুড়ান্ত করা হবে বলেও জানা যায়। বয়সসীমার কারণে আগামী ৩১ ডিসেম্বর বিচারপতি ফজলে কবীরের অবসরে যাওয়ার কথা রয়েছে।  

সংবিধানের ৯৬ (২) ধারা মতে হাইকোর্টের কোন বিচারপতি বয়স ৬৭ বছর পূর্ণ হলে তাকে অবসরে যেতে হয়। তবে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ১৯৭৩ এর অধীনে কোন বিচারপতিকে সরকার ই্‌চ্ছা করলে বিচারিক কার্যরক্রম পরিচালনায় রাখতে পারবে বলে বলা হয়েছে। পুন:নিয়োগ দেওয়া হলে তিনি ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান হিসেবেই কাজ করবেন।

বিচারপতি এটিএম ফজলে কবীরের পুন:নিয়োগে বিষয়ে জানতে চাইলে ট্রাইব্যুনালের  প্রসিকিউটর রানা দাস গুপ্ত বলেন, মেয়াদ শেষ হওয়ার পর তাকে পুন:নিয়োগ দিতে আইনে কোন বাধা নেই।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৭ ধারা অনুযায়ী হাইকোর্টের কোন বিচারপতি অথবা হাইকোর্টের যোগ্য কোন বিচারক অথবা হাইকোর্টে বিচারপতি ছিলেন এমন বিচারকগণকে ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ দেয়া যাবে। এ আইন অনুযায়ী বিচারপতি এটিএম ফজলে কবীরকে পুন:নিয়োগে কোন বাধা নেই।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, আইসিটির আইন অনুযায়ী বাধা না থাকলেও হাইকোর্টের কোন বিচারপতির মেয়াদ এভাবে বাড়িয়ে বিচারিক কাজে যুক্ত রাখার ঘটনা বিরল। তিনি বলেন, ইতিপূর্বে কোন বিচারপতিকেই তার মেয়াদ বৃদ্ধি করে বিচারিক কাজে নিয়োগ দেয়া হয়নি।

 

রাইজিংবিডি/ মেহেদী/ এএম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়