ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

বৃষ্টিতে সচিবালয়ে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃষ্টিতে সচিবালয়ে জলাবদ্ধতা

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে একটানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দুপুর সোয়া ১২ টার দিকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে। এরপর একটু কমলেও থেমে থেমে চলে বৃষ্টি।

বৃষ্টিতে সচিবালয়ের অধিকাংশ স্থানই ডুবে গেছে। বৃষ্টির কারণে চলাচলের ক্ষেত্রে বিপাকে পড়েন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সচিবালয়ে ৬ ও ৭ নম্বর ভবনের মাঝামাঝি স্থান, ৪ নম্বর ভবনের চারপাশ, ৩ নম্বর ভবনের পূর্বপাশে সচিবালয়ের মূল রাস্তাসহ বিভিন্ন স্থান পানিতে তলিয়ে যায়।

সচিবালয়ে বিভিন্ন পয়েন্টে পানি জমে যাওয়ায় চলাচলের ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীরা দুর্ভোগে পড়েন। অনেকেই বাধ্য হয়ে প্যান্ট গুটিয়ে, জুতা ভিজিয়ে আধভেজা হয়ে চলাচল করেন। নারী কর্মচারীরা দুর্ভোগে পড়েন সবেচেয়ে বেশি। পানির কারণে কেউ কেউ পথ ঘুরে ভবনগুলোর সংযোগ সেতু দিয়ে আসা-যাওয়া করেন।

অনেককে কাজ শেষে বাধ্য হয়ে পানিতে ভিজে সচিবালয় ছাড়তে দেখা যায়।

৩ নম্বর ভবনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজে আসা দর্শনার্থী রফিকুল ইসলাম বাসায় ফেরার জন্য লিফট থেকে নেমে দাঁড়িয়ে ছিলেন।

তিনি রাইজিংবিডিকে বলেন, ‘পানিতে ভেজা ছাড়া উপায় নেই। বৃষ্টি এলেই সচিবালয়ের রাস্তা ডুবে যায়। স্যাররা তো গাড়িতে আসা-যাওয়া করেন, ঝামেলায় পড়ি আমরা।’

৩,৬ ও ৭ নম্বর ভবন ছাড়াও ক্লিনিক ভবনের পেছনের রাস্তায় প্রায় হাঁটু পানি। উপর থেকে দেখলে মনে হয় সচিবালয়ে পার্ক করা গাড়িগুলো পানিতে ভাসছে।


ঢাকা/আসাদ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়