ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

জাতীয় মানবাধিকার কমিশনকে ‘এ স্ট্যাটাস’ পেতে সাহায্য করবে এপিএফ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ৬ মে ২০২৪  
জাতীয় মানবাধিকার কমিশনকে ‘এ স্ট্যাটাস’ পেতে সাহায্য করবে এপিএফ

সুইজারল্যান্ডের জেনেভায় চলমান গ্লোবাল অ্যালায়েন্স অফ ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনের (জিএএনএইচআরআই) বার্ষিক সম্মেলনের অংশ হিসেবে জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানের আঞ্চলিক নেটওয়ার্ক এশিয়া প্যাসিফিক ফোরামের (এপিএফ) সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনকে সর্বোচ্চ মর্যাদা ‘এ স্ট্যাটাস’ পেতে সহায়তার আশ্বাস দিয়েছে এপিএফ।

সোমবার (৬ মে) বিকেলে জাতীয় মানবাধিকার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় ৬ থেকে ৮ মে তিন দিনব্যাপী গ্লোবাল অ্যালায়েন্স অফ ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনের (জিএএনএইচআরআই) বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে অংশগ্রহণ করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা ও পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক।

সম্মেলনের অংশ হিসেবে সোমবার জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানের আঞ্চলিক নেটওয়ার্ক এশিয়া প্যাসিফিক ফোরামের (এপিএফ) সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সভায় এপিএফের পক্ষ থেকে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের জন্য সদস্য জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার আশ্বাস প্রদান করা হয়। বিশেষ করে ‘বি’ স্ট্যাটাসপ্রাপ্ত জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নের জন্য বিশেষ ভূমিকা রাখার কথা জানানো হয়।

সভায় এপিএফের পক্ষ থেকে জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশকে সর্বোচ্চ মর্যাদা ‘এ স্ট্যাটাস’ প্রাপ্তিতে সহায়তার প্রত্যয় ব্যক্ত করা হয়। এক্ষেত্রে কমিশনকে সব ধরনের কারিগরি সহায়তা প্রদানের আশ্বাসও প্রদান করা হয়। কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত রাখতে কমিশনের সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সভায় ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে জাতীয় মানবাধিকার কমিশনের জোরালো ভূমিকার জন্য ফিলিস্তিনের মানবাধিকার সংস্থা ফিলিস্তিন সেন্টার ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে বিশেষভাবে প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়