ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিএমএইচে সাধারণ রোগীদেরও চিকিৎিসার সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিএমএইচে সাধারণ রোগীদেরও চিকিৎিসার সুপারিশ

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সশস্ত্র বাহিনীর সদস‌্য এবং তাদের স্বজনদের পাশাপাশি বেসামরিক রোগীদেরও চিকিৎিসার সুযোগ দেয়ার সুপারিশ করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৭ম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে রোববার জাতীয় সংসদ ভবনে সভাটি হয়।

বৈঠকে সশস্ত্র বাহিনীতে চিকিৎসা সেবা উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ ও তার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয় যে, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আধুনিক আইসিইউ স্থাপনসহ ১৪তলা বিশিষ্ট আধুনিক হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

বৈঠকে বিদ্যমান ১২টি ক্যাডেট কলেজের অবকাঠামোগত সুবিধাদি সম্প্রসারণ প্রকল্প নিয়ে আলোচনা হয়। এ সময় প্রকল্পটি সংশোধিত আকারে ডিপিপি প্রণয়নের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সেনা বাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খান অংশগ্রহণ করেন।


ঢাকা/আসাদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়