ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাস্ক-সেনিটাইজারের দাম বেশি রাখায় ২ ফার্মেসি সিলগালা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাস্ক-সেনিটাইজারের দাম বেশি রাখায় ২ ফার্মেসি সিলগালা

মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কৃত্রিম সংকট সৃষ্টি করার অপরাধে ও বেশি দামে বিক্রি করায় রাজধানীর গুলশানে দুই ফার্মেসি সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (০৯ মার্চ) বিকেলে গুলশানে বিশেষ অভিযান চালিয়ে আল নূর ফার্মেসি ও সাফাবি ফার্মেসি সিলগালা করা হয়।  এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে আল মদিনা নামে অপর এক ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নজরদারিতে রাখার পর দেখা গেছে এই দুটি ফার্মেসি বেশি দামে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিক্রিতে বেশি দাম রাখে।  বিষয়টি আমরা ভিডিও করে রাখার পর সেখানে কিনতে গেলে তারা মাস্ক নেই বলে জানায়।  অথচ তারা আগে বেশি দামে বিক্রি করেছে বলে আমাদের কাছে প্রমাণ রয়েছে।

অনৈতিকভাবে কৃত্রিম সংকট তৈরি করে মাস্কের দাম বেশি নেওয়া আইনত দণ্ডনীয়।  এ অপরাধে দুটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানান মনজুর মোহাম্মদ শাহরিয়ার।


ঢাকা/নূর/জনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়