ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুরে গণজাগরণ মঞ্চের রোড মার্চ সমাবেশ

বাদল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১৮ জানুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুরে গণজাগরণ মঞ্চের রোড মার্চ সমাবেশ

রংপুরে রোডমার্চে বক্তব্য রাখেন ডা. ইমরান এইচ সরকার

জেলা প্রতিবেদক
রংপুর, ১৮ জানুয়ারি : সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে গণজাগরন মঞ্চের ঢাকা থেকে ঠাকুরগাঁও অভিমুখী রোডমার্চ এখন রংপুরে।

শনিবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জন সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। সমাবেশে গণজাগরন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, ‘টেকনাফ থেকে তেতুলিয়া জামাত শিবিরের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। মানুষ দেশকে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে ঐক্য বদ্ধ হয়েছে। ১১ মাস ধরে গণজাগরন মঞ্চ আন্দোলন করছে সকল যুদ্ধপরাধীদের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’

মুক্তিযোদ্ধা কমান্ডার মোসাদ্দেক বাবলুর সভাপতিত্বে সমাবেশে ছাত্র ইউনিয়নের অগ্নিকন্যা লাকী আক্তার, ছাত্রমৈত্রীর আবুল কালাম আজাদ, ছাত্র আন্দোলনের মনিরুজ্জামান ও মামুনুল হক বক্তব্য রাখেন।

সমাবেশে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতি মন্ত্রী মশিউর রহমান রাঙ্গা সংহতি প্রকাশ করেন।

বিকেল ৫টার পর গণজাগরন মঞ্চের রোড মার্চ দিনাজপুরের উদ্দেশ্যে রংপুর ত্যাগ করে।  

 

 


রাইজিংবিডি/জাহাঙ্গীর আলম বাদল/ সোহাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়