ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দিনমজুর কর্মহীনদের পাশে সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিনমজুর কর্মহীনদের পাশে সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে খাবার পৌঁছে দিচ্ছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব রোধ করার লক্ষ্যে দেশব্যাপী চলমান লকডাউন পরিস্থিতিতে দরিদ্র, অসহায়, দুস্থ, দিনমজুর, শ্রমিক শ্রেণির মানুষ কর্মহীন হয়ে পড়ায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৩৫০টি পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।

সংস্কৃতি প্রতিমন্ত্রীর পক্ষে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার এবং মুক্তাগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মুক্তাগাছা পৌর আওয়ামী লীগের আহবায়ক আরব আলী।  তাদের সঙ্গে সহযোগিতায় ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ বিতরণ করা হয়।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানান, ত্রাণ বিতরণের কার্যক্রম চলমান থাকবে।


আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়