ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪২, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার উন্নতি

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘বৃহস্পতিবার শেষ রাতের দিকে তার শ্বাস কষ্ট দেখা দেয়। কষ্ট হচ্ছিল। এখন অনেকটা ভালো আছেন। স্বস্তিতে আছেন। এখন অক্সিজেন লাগছে না।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী গত ৪ দিন ধরে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘একদিন পর পর ডায়ালাইসিস লাগে। এই অবস্থায় যাওয়া আসা ঝামেলা। তাই কয়েকদিন ধরে হাসপাতালেই আছেন তিনি। ’

গত ২৫ মে গণস্বাস্থ্যের র্যাপিড কিটে নিজের নমুনা পরীক্ষায় পজিটিভ ফল আসার কথা জানান জাফরুল্লাহ চৌধুরী। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) আরটি-পিসিআর টেস্টেও পজিটিভ আসে তার। এর মধ্যে দুই দফা প্লাজমা থেরাপি নেন তিনি।

 

ঢাকা/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়