ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লঞ্চডুবি: ১৩ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লঞ্চডুবি: ১৩ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার

জীবিত উদ্ধার হওয়া সুজন বেপারী

বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চ থেকে প্রায় ১৩ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।  ওই ব‌্যক্তির নাম সুজন বেপারী বলে জানা গেছে।

সোমবার (২৯ জুন) রাত ১১টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল হাসান রাইজিংবিডিকে বলেন, বিকেলের পর থেকে আমরা লঞ্চটি পানির ওপরে তোলার চেষ্টা করছিলাম। কার্যক্রমের ধারাবাহিকতায় রাত সাড়ে দশটার দিকে লঞ্চটি যখন একটু ওপরের দিকে তুলতে সক্ষম হই, তখনই ভেতর থেকে ওই ব‌্যক্তি ভেসে আসেন।  তিনি সুস্থ আছেন।  তাকে স্যার সলিমুল্লাহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  ওই ব‌্যক্তির পরনে শার্ট ও প্যান্ট রয়েছে।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে ময়ূর-২ নামে যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে লঞ্চটি ডুবে যায়।  লঞ্চটির কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও মারা গেছেন ৩২ জন।  এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

** ‘আমার স্ত্রী-সন্তানকে হত্যা করা হয়েছে’

** বিশেষ ব‌্যবস্থায় তোলা হবে লঞ্চটি

** লঞ্চডুবি: নৌপরিবহন মন্ত্রণালয়ের কমিটির সদস্য বেড়ে ৭

 

** বুড়িগঙ্গায় লঞ্চডুবি: নৌপরিবহন মন্ত্রণালয়ের ৫ সদস্যের কমিটি

** ডাক্তার দেখাতে এসে লাশ হলেন একই পরিবারের ৩ জন

** বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

**বুড়িগঙ্গা পাড়ে কান্না

**বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ আটক

**লঞ্চডুবি: নারায়ণগঞ্জ থেকে আসছে উদ্ধারকারী জাহাজ

**বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় নিহত বেড়ে ৩০

**বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ১৫ জনের লাশ উদ্ধার

**অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় লঞ্চডুবি




ঢাকা/মাকসুদ/জেডআর   

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ