ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নোয়াখালীতে ৩০ মেট্রিক টন গমসহ আটক ১

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৯, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নোয়াখালীতে ৩০ মেট্রিক টন গমসহ আটক ১

নোয়াখালীর বেগমগঞ্জে কালো বাজারে বিক্রির সময় ৩০ মেট্রিক টন সরকারি গমসহ একজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ জুলাই) রাত ১১টায় উপজেলার চৌমুহনী বাজারের ব্যবসায়ী হাজী আবদুল মালেকের গোডাউনে ট্রাক থেকে খালাসের সময় গমগুলো আটক করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নোয়াখালী জেলা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সরোয়ার কামালের নেতৃত্বে এ অভিযানে সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লক্ষীপুর থেকে অবৈধভাবে এসব গম সংগ্রহ করা হয়েছিল।  যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা।  খাদ্য অধিদপ্তরের সিলমোহরযুক্ত এসব গমের বস্তা চৌমুহনীর দক্ষিণ বাজারে ব্যবসায়ীর গোডাউনে আনলোড করার সময় হাতেনাতে আটক করা হয়।   গোডাউনের মালিকের ছেলে মো. মাসুমকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে এবং গমসহ গোডাউন সিলগালা করে পুলিশের জিম্মায় রাখা হয়েছে।

 

সুজন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়