ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেয়েদের স্টাইলিস জিন্স

মুমতাহিনা হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ১৪ অক্টোবর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেয়েদের স্টাইলিস জিন্স

মডেল : অর্পিতা ও নুসরাত, ছবি : অপূর্ব খন্দকার

মুমতাহিনা হক : পোশাকের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে জিন্সের চলন শুরু বহু আগে থেকে। Levi Strauss (বর্তমান Levi’s ব্র্যান্ড) সর্বপ্রথম উনিশ শতকের দিকে জিন্সের উদ্ভাবন করেন। এর পর থেকে সেই স্টাইল সারা দুনিয়া জুড়ে বিখ্যাত হয়ে উঠে, যার চলন আজো অমলিন।


ছেলে মেয়ে উভয়ের জন্য জিন্সের বিভিন্ন স্টাইল জনপ্রিয়। বর্তমান মেয়েদের ফ্যাশন অনুষঙ্গে জিন্স প্যান্ট তাই আকর্ষণীয় পোশাক। ফতুয়া, কুর্তা, টপস, তাগা ইত্যাদির বোটমে ব্যবহার হচ্ছে জিন্স প্যান্ট।

 
আসুন জেনে নেওয়া যাক মেয়েদের জিন্সের কিছু প্রচলিত স্টাইল:


বুট কাট জিন্স : এ স্টাইলের জিন্স হাঁটুর নিচ থেকে ফিটিং এবং পায়ের গোড়ালির দিকে ছড়ানো থাকে। যাদের শরীরের নিচের দিকটি ভারি এ স্টাইলটি তাদের জন্য।

 

মেকাপ : পারসোনা

পোশাক : গ্রিটিং’স

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ অক্টোবর ২০১৪/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়