লস্কর-ই তৈয়েবা সম্পর্কে সরকার অবগত : স্বরাষ্ট্রমন্ত্রী
|| রাইজিংবিডি.কম
স্টাফ রিপোর্টার
দেশে লস্কর-ই তৈয়েবার সদস্যদের অবস্থান সম্পর্কে সরকার অবগত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
তিনি বলেন, সন্ত্রাসীদের একটি সঙ্গবদ্ধ চক্র সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালাচ্ছে। দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। দেশের শান্তি বিনষ্ট করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের কয়েকটি স্থানে পুলিশ সদস্যরা জামায়াত-শিবির সদস্যদের সহায়তা করেছে বলেও তাদের কাছে তথ্য আছে। এগুলো খোঁজ নিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বুধবার সকালে রাজারবাগ পুলিশ ট্রেনিং ডিটেকটিভ স্কুলের সম্মেলন কক্ষে একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশ মহা পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। সভাপতিত্ব করেন পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক (সিআইডি) মোখলেছুর রহমান।
উল্লেখ্য, গোয়েন্দা সংস্থার সম্প্রতি একটি প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়েবার সহযোগিতা নিয়ে জামায়াত-শিবির শাহবাগের আন্দোলনস্থলে নাশকতা সৃষ্টি ষড়যন্ত্র করেছে।
রাইজিংবিডি২৪.কম