ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাতে লেখা পাসপোর্টের মেয়াদ শেষ ২৪ নভেম্বর

শফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২৯ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাতে লেখা পাসপোর্টের মেয়াদ শেষ ২৪ নভেম্বর

ফাইল ফটো

সচিবালয় প্রতিবেদক : আগামী  ২৪ নভেম্বরের পর হাতে লেখা পাসপোর্ট ব্যবহারের কোনো সুযোগ থাকছে না। ২৪ নভেম্বরের পর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে ।

 

বৃহস্পতিবার সচিবালয়ে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অ্যাসোসিয়েশন অর্গানাইজেশনের  (আইসিএও ) নির্দেশ মতে, এমআরপি প্রদানের অগ্রগতি সমস্যাবলী ও আইসিএও এর স্ট্যান্ডার্ড বিষয়ক  এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে  এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বৈঠকে সভাপতিত্ব করেন।

 

আইসিএও এর নির্দেশনা মতে, হাতে লেখা পাসপোর্টের মেয়াদ আগামী ২৪ নভেম্বর শেষ হবে । ২৪ নভেম্বরের পর আইসিএও এর নির্দেশনা অনুযায়ী এমআরপি ছাড়া বিদেশ গমন করা যাবে না । পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে আসতে সমস্যা হবে।

 

এ কারণে দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে মেশিন রিডেবল পাসপোর্ট নেওয়ার জন্য বলা হয়েছে ।

 

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আালম চৌধূরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং পাসপোর্ট অধিদপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৫/শফিক/সাইফুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়