ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টিভি চ্যানেলে আজকের নাটক

সামিউল আলম সামি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ২ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টিভি চ্যানেলে আজকের নাটক

স্বপ্নের ছায়া নাটকের দৃশ্য

সামিউল আলম সামি : ৩ জানুয়ারি, বুধবার দেশের বেসরকারি টিভি চ্যানেলে যে নাটকগুলো দেখতে পাবেন।

 

এনটিভি

ধারাবাহিক নাটক :  হাউস ৪৪

রচনা : তুহিন রাসেল

পরিচালনা : মাবরুর রশিদ বান্নাহ্না

অভিনয়ে : আবুল হয়াত, মুনিরা মিঠু, অপর্ণা, শবনম ফারিয়া, মাজনুন মিজান, মাশরুর, সুমন পাটোয়ারী, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, সিয়াম আহমেদ, সাজু খাদেম, আর জে অপু, জিল্লুর রহমান, সালমান মুক্তাদির, শাওন প্রমুখ

সময় : রাত ১১টা ৩০ মিনিট

 

ধারাবাহিক নাটক : একদিন ছুটি হবে

রচনা : ফারুক হোসেন

পরিচালনা : হিমেল আশরাফ

অভিনয়ে : সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, নওশীন, উর্মিলা, নিশা, অপর্ণা,

তাসনিমা তিশা, তানিয়া আহমেদ, মিশু সাব্বির, মারজুক রাসেল প্রমুখ।

সময় : রাত ৯টা ৪৫ মিনিট 

 

এটিএন বাংলা

ধারাবাহিক নাটক : লাইফ ইন এ মেট্রো

রচনা : রুদ্র মাহফুজ

পরিচালনা : বি ইউ শুভ

অভিনয়ে : শর্মিলী আহমেদ, দিতি, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, অপূর্ব, নীরব, নাজিরা মৌ, নেহা, নাঈম, তানভীর, ইমি, তমালিকা, হীরা, রুমা প্রমুখ।।

সময় : রাত ৯টা ২০ মিনিট

 

ধারাবাহিক নাটক : জীবনের অলিগলি

রচনা : ফজলুল হক আকাশ

পরিচালনা : ফজলুর রহমান

অভিনয়ে : ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমাইরা হিমু, শিরিন বকুল, ড.এজাজ ও  সাইদ বাবু প্রমুখ।

সময় : ০৮টা ৪০মিনিট

 

ধারাবাহিক নাটক : দাগ

রচনা : ফেরদৌস হাসান

পরিচালনা : সবুর খান ও মোস্তফা ওয়াহিদ রেজা

অভিনয়ে : দলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, অপূর্ব, নাদিয়া, জেনী, সাইদ বাবু, নাফিজা, কুইন রহমান, মাহমুদ সাজ্জাদ, আফরোজা বানু, আবদুল কাদের, মোমেনা চৌধূরী, কে এস ফিরোজ, সৈয়দ শুভ্র, বৃষ্টি, নূপুর শান্তা, মোস্তফা ওয়াহিদ রেজা

সময় : ১০টা ৫৫মিনিট

 

ধারাবাহিক নাটক : স্বপ্নের ছায়া

রচনা : ইসহাক খান

পরিচালনা : শফিকুল ইসলাম রিপন

অভিনয়ে : তৌকীর আহমেদ, মীম, মীর সাব্বির, প্রাণ রায়, বন্যা মির্জা, আখম হাসান, রহমত আলী, সোলায়মান খোকা, মাসুম আজিজ, সুষার খান, চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ

সময় : রাত ১১টা ২৮মিনিট

 

ধারাবাহিক নাটক : প্রজ্ঞা পারমিতা

রচনা : মাতিয়া বানু শুকু

পরিচালনা : মাতিয়া বানু শুকু ও যুবরাজ খান

অভিনয়ে : শর্মিলী আহমেদ, শিমুল, সানজিদা প্রীতি, আফরান নিশো, তানিয়া হোসাইন, মাহমুদুল ইসলাম মিঠু, শম্পা রেজা, শাহেদ আলী, সুষমা সরকার, ডমিনিক, দ্বিপান্বীতা, দিহান, ফারজানা ছবি প্রমুখ।

সময় : রাত ৮টা

 

মাছরাঙা টেলিভিশন

ধারাবাহিক নাটক : নগর আলো

রচনা : সাজিন আহমেদ বাবু

পরিচালনা : এম আর মিজান

অভিনয়ে : মোশাররফ করিম, জেনি, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য্য, ফারুক আহমেদ, শামীমা নাজনীন, ড. ইনামুল হক, হোসনে আরা পুতুল, রোবেনা রেজা জুঁই প্রমুখ।

সময় : রাত ৮টা

 

ধারাবাহিক নাটক : ক্ষণিকালয়

রচনা : আজাদ আবুল কালাম

পরিচালনা : রহমতউল্লাহ তুহিন

অভিনয়ে : ফেরদৌসী মজুমদার, হাসান ইমাম, পীযূষ বন্দোপাধ্যায়, রাইসুল ইসলাম আসাদ, মুনমুন, ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, শহীদুল আলম সাচ্চু, হিল্লোল, নওশীন, ইশানা, আদনান প্রমুখ।

সময় : দুপুর ১২টা ৩০ মিনিট

 

ধারাবাহিক নাটক : ইতি তোমার রানু

রচনা : আনিসুল হক

পরিচালনা : হিমেল আশরাফ

অভিনয়ে : নওশীন, হিল্লোল, সজল, বিন্দু প্রমুখ।

সময় : রাত ১১টা

 

ধারাবাহিক নাম : হাউজওয়াইভস

রচনা : তাজিন খান ও নাযাকাত খান

পরিচালনা : আকরাম খান

অভিনয়ে : দীপা খন্দকার, মুনিরা মেমী, সুইটি, তমালিকা কর্মকার, চাঁদনী, ফারাহ রুমা, ইলোরা গওহর, রোকেয়া প্রাচী, জয়শ্রী কর জয়া, আরমান পারভেজ মুরাদ, শাহেদ আলী সুজন প্রমুখ।

সময় : রাত ৮টা ৪০মিনিট

 

চ্যানেল আই

ধারাবাহিক নাটক : শিকড়

কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা : ছটকু আহমেদ

অভিনয়ে : আবুল হায়াত, খায়রুল আলম সবুজ, খালেদা আক্তার কল্পনা, রেবেকা, ছটকু আহমেদ, শাহেদ শরীফ খান, স্বাগতা প্রমুখ।

সময় : সন্ধ্যা সাড়ে ৫টা

 

ধারাবাহিক নাটক : মেঘের ওপারে

পরিচালনা : কাফি বীর

অভিনয়ে : হাসিন, সাজ্জাদ, মাহবুবা রেজানুর, শিরিন বকুল, সাদেক বাচ্চু, মেনকা, শাহ আলম দুলাল, শামীম, মনিরা ইউসুফ মেমী, সিনথিয়া, সৈয়দ শফিক প্রমুখ।

সময় : রাত ১১টা ৩০ মিনিট

 

ধারাবাহিক নাটক : ভৈরব

পরিচালনা : তাহের শিপন

অভিনয়ে : রাইসুল ইসলাম আসাদ, মুনিরা মিঠু, রওনক হাসান, হাসিন রওশন, শাহেদ শরীফ খান, সাবিহা জামান, হারুনুর রশীদ, বিথী রানী সরকার, সৈকত প্রামানিক, তিনু করিম, মাহবুবা রেজানুর প্রমুখ

সময় : রাত ৯টা ৩৫ মিনিট

 

ধারাবাহিক নাটক : প্রাণ কোকিলা

রচনা : মাহবুবা শাহীন ও মতিন সাগর

পরিচালনা : পীযুষ সেন বেনু ও মতিন সাগর

অভিনয়ে : বন্যা মির্জা, হুমায়রা হিমু, কাজল, সোহেল খান, ঝুনা চৌধুরী, আরফান আলী মোল্লা, কাফী বীর, পীযুষ সেন বেনু, দেলোয়ার, শামীম, লিজা, লিটন, শাহীন, জুঁই, শিরিন, পরশ, আরিফসহ আরও অনেকে।

 

বাংলাভিশন

ধারাবাহিক নাটক : মিলার বারান্দা

রচনা ও পরিচালনা : সাগর জাহান

অভিনয়ে : আনিসুর রহমান মিলন, রিচি সোলায়মান, আফরান নিশো, আনিকা কবির শখ, বাঁধন, নওশাবা, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, মুনিরা মিঠু, ফারুক আহমেদ, সাজু খাদেম, শামীমা নাজনীন, শাহেদ আলি সুজন, মাসুদ হারুণ, বাদল প্রমুখ।

সময় : রাত ৮টা ১৫ মিনিট

 

ধারাবাহিক নাটক : পাল্টা হাওয়া

নাট্যরূপ : শফিকুর রহমান শান্তনু, কাজী শুসমীন আফসানা ও মহিউদ্দীন আহ্মেদ

পরিচালনা : গোলাম সোহরাব দোদুল

অভিনয়ে : শর্মিলী আহমেদ, আফরোজা বানু, আজাদ আবুল কালাম, রিচি সোলায়মান, শিল্পী সরকার অপু, শিরিন আলম, সাবেরী আলম, আরফান নিশো, নিলয় আলমগীর, অপর্ণা ঘোষ, জিনাত সানু স্বাগতা, শারমিন যোহা শশী, তানিয়া হোসাইন, ইলোরা গহর, শাহাদাত হোসেন, মারজুক রাসেল, তানজিন তিশা, নিশা প্রমুখ

সময় : রাত ৯টা ৫ মিনিট

 

দেশ টিভি

ধারাবাহিক নাটক : কলিংবেল

রচনা ও পরিচালনা : ইমরাউল রাফাত

অভিনয় : আব্দুল্লাহ রানা, সানজিদা প্রীতি, সাজু খাদেম, মিশু সাব্বির, তানজীকা আমিন, এ্যালেন শুভ্র, আইরিন আফরোজ ও আরও অনেকে

সময় : রাত ৯টা ৪৫মিনিট

 

ধারাবাহিক নাটক : নাইন অ্যান্ড হাফ

রচনা : তুহিন রাসেল

পরিচালনা: মাবরুর রশিদ বান্নাহ

অভিনয়: হাসান ইমাম, কুমকুম হাসান, মুমতাহিনা টয়া, সিয়াম আহমেদ, তৌসিফ মাহবুব, সালমান মুক্তাদির, ঈষিকা খান, জিল্লুর রহমান, ফারহান আহমেদ জোভান, সাইদ জামান শাওন, সিফাত তাহসীন, আর বি প্রীতম, তুহিন রাসেল, শান্তা জাহান, সোয়েব মুনির, পারসা ইভানা 

সময় : রাত ১০টা ৩০মিনিট

 

দীপ্ত টিভি

মেগা সিরিয়াল : পালকী

অভিনয়ে : স্নিগ্ধা মোমিন, রানী আহাদ, ইমতু রাতিশ, ঝুনা চৌধুরী, নূনা আফরোজ, মোহাম্মদ বারী, সুজাতা, গীতশ্রী, শিরিন আলম, আরজু মান্দ আরা প্রমুখ।

সময় : সন্ধ্যা ৬টা

 

ধারাবাহিক নাটক : অপরাজিতা

অভিনয়ে : মাইরুজ, আফজাল কবীর, চিত্রলেখা গুহ, সায়মা করিমসহ  আরো অনেকে।

সময় : সন্ধ্যা ৬টা ৩০ মিনিট

 

ধারাবাহিক নাটক : খোঁজে ফিরি তাকে

অভিনয়ে : ফারজানা রিক্তা, ইমরান, ওয়াহিদা মল্লিক জনি, রহমত আলী, শাহেদ আলী সুমন, আহসানুল হক মিনু, শহিদুল ইসলাম সাচ্চু, লিনা ফেরদৌস, ইউসুফ হাসান অর্ক, ইকবাল বাবু, পলাশ, তৃনা, ইভা, রবিন প্রমুখ।

সময় : সন্ধ্যা ৭টায়

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি ২০১৬/সামি/আমিনুল ই শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়