Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২১ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৫ ১৪২৮ ||  ১৩ রবিউল আউয়াল ১৪৪৩

শিশু একাডেমির পরিচালক হলেন আনজীর লিটন

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ২১ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিশু একাডেমির পরিচালক হলেন আনজীর লিটন

নিজস্ব প্রতিবেদক : শিশু সাহিত্যিক ও ছড়াকার আনজীর লিটনকে শিশু একাডেমির পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

 

সোমবার শিশু একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এর আগে গতকাল রোববার এক প্রজ্ঞাপনে আগামী এক বছরের জন্য আনজীর লিটনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

আনজীর লিটন ১৯৬৫ সালের ১৭ জুন ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তার শৈশব-কৈশোর কেটেছে গ্রামে। আনজীর লিটনের প্রথম লেখা প্রকাশিত হয় ‘দৈনিক জাহান’ এ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয় পড়াশুনা করেছেন তিনি।

 

তার প্রথম বই ‘খাড়া দুটো শিং’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। আনজীর লিটনের উল্লেখযোগ্য প্রকাশিত বইগুলো হচ্ছে- আগে গেলে বাঘে খায়, বিড়ালটি সিমকার্ড খেয়ে ফেলেছে, দুধ সাদা রঙ আলোরে, সাদা গাছের পাতা, সবুজ ঘাসের সাইকেল, গুড বয় ব্যাড বয়, ছোটদের নাটিকা, ছড়াসমগ্র-১, ভূতের গলির ভূত প্রভৃতি। লিখেছেন নাটক, গল্প, কিশোর উপন্যাসও। এ ছাড়া তিনি রেডিও টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা ও গ্রন্থনা করছেন।

 

আনজীর লিটন লেখালেখির স্বীকৃতিস্বরূপ অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, কুসুমের সেরা সাহিত্য পুরস্কার, ফুটতে দাও ফুল সম্মাননা পদকসহ বেশকিছু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

 

রাইজিংবিডি/ঢাকা/২১ নভেম্বর ২০১৬/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়