ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অর্থ সচিব হলেন হেদায়েতুল্লাহ আল মামুন

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অর্থ সচিব হলেন হেদায়েতুল্লাহ আল মামুন

সচিবালয় প্রতিবেদক : বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে অর্থ বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদের স্থলাভিষিক্ত হলেন হেদায়েতুল্লাহ আল মামুন।

অর্থ সচিব হিসেবে মাহবুব আহমেদকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। কিছুদিন আগে মাহবুব আহমেদকে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। ফলে অর্থ সচিব পদটি শূন্য হচ্ছে। ফেব্রুয়ারির শেষে মাহবুব আহমেদের এডিবিতে যোগদানের কথা রয়েছে।

২০১৪ সালের জুলাই মাসে হেদায়েতুল্লাহ আল মামুন জ্যেষ্ঠ সচিব হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ে যোগ দেন। এর আগে তিনি তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা হেদায়েতুল্লাহ আল মামুন বিসিএস ১৯৮২ (স্পেশাল) ব্যাচের কর্মকর্তা হলেও পরে একই ব্যাচে নিয়মিত হন। তিনি ২০০৯ সালে সচিব হন এবং ২০১৪ সালে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান।



রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৭/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়