ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির ৮ দফা দাবি

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ১২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির ৮ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধা কোটা শিথিল না করে বিসিএসসহ চাকরির সবক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ যথাযথ সংরক্ষণ করাসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বরাবর ৮ দফা দাবি জানিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি’।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে মিছিলসহ মন্ত্রণালয়ে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মন্ত্রণালয়ে উপস্থিত না থাকায় তার পক্ষে একান্ত সচিব মো. জহুরুল ইসলাম রোহেল স্মারকলিপি গ্রহণ করেন।

এর আগে মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীনের পরিচালনায় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য জোবায়দা হক অজন্তা, সহসভাপতি কাজী আবু রাসেল, সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার, সম্পাদকমণ্ডলীর সদস্য জোবায়ের রহমান, আলমগীর, আবু তাহের, ইঞ্জিনিয়ার এনামুল হক ও মাসুদ রানা।



রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৭/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়