ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারো ফেসবুক লাইভে আসছেন মেয়র আনিসুল

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারো ফেসবুক লাইভে আসছেন মেয়র আনিসুল

নিজস্ব প্রতিবেদক : আবারো ফেসবুক লাইভে আসছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

আগামী ১৪ মে রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় নগরবাসীর প্রত্যাশা, প্রাপ্তি, পরিকল্পনা আর সম্ভাবনা নিয়ে ফেসবুক লাইভে কথা বলবেন তিনি।

ফেসবুকে আনিসুল হকের প্রচার পেজ হিসেবে পরিচিত ‘আমরা ঢাকা’ এর এক পোস্টে বলা হয়েছে, ‘দায়িত্বের দুই বছর পূর্ণ করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। গত দুই বছরে ঢাকার নাগরিকদের আকাশ ছোঁয়া প্রত্যাশার কিছুটা তিনি পূরণ করতে পেরেছেন। আছে অনেক ব্যর্থতাও। প্রত্যাশা, প্রাপ্তি, পরিকল্পনা আর সম্ভাবনা নিয়ে তিনি আবারও হাজির হবেন ফেসবুক লাইভে।

ওই পেজে সরাসরি অংশ নিতে ভিজিট করুন https://www.facebook.com/AmraDhaka/https://www.facebook.com/dncc.gov.bd/

প্রচার পেজে আরো বলা হয়েছে, গুছিয়ে নিন আপনার প্রশ্ন। উত্তর ঢাকাকে ঘিরে আপনার প্রত্যাশা টুকে নিন। ভেবে রাখুন আপনার অভিযোগ, পরামর্শ। লাইক দিন আমরা ঢাকার ফেসবুক পেজে, নিউজ ফিডে ‘আমরা ঢাকা’র নোটিফিকেশন চালু করে রাখুন। মেয়র লাইভে আসতেই বার্তা পৌঁছে যাবে আপনার কাছে।

সোমবার বেলা দুইটার দিকে ‘আমরা ঢাকা’ পেজে দেওয়া আরেক এক স্ট্যাটাসে বলা হয়েছে- ‘গঠনমূলক প্রশ্ন করুন, দায়িত্বশীল প্রশ্ন করুন। অপ্রয়োজনীয়, অনাকাঙ্খিত, অপ্রাসঙ্গিক কথা বলা থেকে বিরত থাকুন। প্রশ্ন, প্রত্যাশা বা অভিযোগ জানান শুধুমাত্র উত্তর সিটি করপোরেশনের সেবাকে ঘিরে। ঢাকা নিয়ে স্বপ্ন-ভালবাসা-পরিকল্পনা থাকুক এই আয়োজনের কেন্দ্রে।’

এ ছাড়া পোস্ট করা আনিসুল হকের ছবির পাশে লেখা রয়েছে, ‘গুছিয়ে নিন আপনার প্রশ্ন। কি ছিল  আপনার প্রত্যাশা? আছে কি কোন অভিযোগ? চাইছি আপনার পরামর্শ।’

এই স্ট্যাটাসটি দেওয়ার পর কেউ কেউ সমস্যার বিষয়ে তুলে ধরে তা সমাধানের দাবি জানিয়েছেন। আবার কেউ কেউ সাধুবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে দায়িত্ব গ্রহণের এক বছর পূরণ হওয়ার পর ২০১৬ সালের ১২ মে ফেসবুক লাইভে আসেন মেয়র আনিসুল হক।



রাইজিংবিডি/ঢাকা/৮ মে ২০১৭/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়